বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৪:৪৩

৬-০, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা আর্জেন্টিনার

৬-০, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : জয় আর্জেন্টিনারবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর পুয়ের্তো রিকোর ম্যাচ ছিল যেন একপেশে লড়াই। র‌্যাঙ্কিংয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লিওনেল মেসিরা খেলেছেন মনোযোগী ও হেসেখেলেই। শেষ পর্যন্ত ছয় গোলের প্রভূত ব্যবধানে (৬-০) জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচে মেসি শুধু ছয় গোলের জয়ে সীমাবদ্ধ থাকেননি—আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করা রেকর্ডটিও নিজের করে ফেলেছেন। নেইমারকে পেছনে ফেলে ৬০টি গোল পূর্ণ করলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২৩ সাল থেকে মায়ামির চেজ স্টেডিয়ামই লিওনেল মেসির ঘরের মাঠ। এখানেই জাতীয় দলের একাদশে ফিরলেন তিনি আজকের (বুধবার) ম্যাচ দিয়ে। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে একের পর এক সুযোগ হাতছাড়া হয়েছিল লিওনেল স্কালোনির দল। যদিও লো সেলসো ও লাউতারোরা ১-০ ব্যবধানে জয় পেয়েছিলেন, তবে মেসির আগমনে আজ শোধ হওয়ার ম্যাচে নামেন আলবিসেলেস্তেরা।

ম্যাচে আর্জেন্টিনার গোলগুলো আসে—অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া গোল এবং গঞ্জালো মন্টিয়েল একটি গোল। এছাড়া পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতি গোলও আর্জেন্টিনার জয়কে আরও বড় করেছে। মেসি গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন।

গেমের সব দিকেই আর্জেন্টিনার প্রাধান্য চোখে পড়েছে—৬৯% বল দখল, ২৫ শটের মধ্যে ১১টি লক্ষ্যে, যেখানে পুয়ের্তো রিকোর ৫ শটের মধ্যে মাত্র ৩টি লক্ষ্যভেদ করতে সক্ষম।

আর্জেন্টিনার এই বিশাল জয় ও মেসির রেকর্ড গড়ার ম্যাচ আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে