বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:১১:৩৯

এখন পর্যন্ত যাদের খেলা নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপে

এখন পর্যন্ত যাদের খেলা নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : শেষ হলো অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শেষ দিনেও বেশকিছু দেশ ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে।

ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ছয়টি দল। তারা হচ্ছে—দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল।

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিকের মর্যাদায় এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। সেই সঙ্গে বাছাই উৎরে মঙ্গলবার পর্যন্ত যোগ হয়েছে আরও ২৫টি দল।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা
স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

বাছাইপর্ব পেরিয়ে: 
জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট এবং সেনেগাল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে