স্পোর্টস ডেস্ক : কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করা সাকিব আল হাসান নতুন করে আরও তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখিয়েছেন। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ব্যস্ত সময় পার করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফরম্যান্সও করছেন ভালো।
জানা গেছে, আবুধাবি টি-১০ লিগের নতুন মৌসুমে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। সেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।
গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারকা এই অলরাউন্ডার। আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ। তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিররা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
এ ছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলরা খেলবেন এই লিগে।