বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ০২:২১:১৫

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, পরীক্ষা-নিরীক্ষার পর যে রোগ ধরা পড়েছে

 হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, পরীক্ষা-নিরীক্ষার পর যে রোগ ধরা পড়েছে

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া লিগে এখনও সক্রিয় রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার ইনজুরির পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন এবং এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। নিয়মিত রিহ্যাব সেশন করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে জ্বরে আক্রান্ত হন এবং পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এদিকে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।”

সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন মাহমুদউল্লাহ। এর মধ্য দিয়েই তিনি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান। এর আগে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। বিসিবি সূত্রে জানা গেছে, সুস্থ হয়ে উঠলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে