স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে হারার হতাশা ভুলে নতুন অভিযানে নামল আর্জেন্টিনা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে জয়যাত্রা শুরু করেছে তরুণ আলবিসেলেস্তেরা।
কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একে একে গোল করেছেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেল। বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন আর্থুর ডি কিম্পে ও স্ট্যান নের্ত।
তবে জয় পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে আছে তিউনিসিয়া, যারা একইদিনে ফিজিকে ৬-০ গোলে হারিয়েছে।
ইতিহাস বলছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এখনো ফাইনালের দেখা পায়নি আর্জেন্টিনা। তিনবার তৃতীয় স্থানই তাদের সেরা অর্জন। সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই এবার দুর্দান্ত সূচনা করেছে দলটি।
আস্পিরে জোনের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেলজিয়াম সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নের্তের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ৬৯ মিনিটে জাইনিকোস্কি সমতা ফেরান এবং মাত্র দুই মিনিট পর এস্কুইভেলের অসাধারণ গোল নিশ্চিত করে দলের জয়।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল নাইজেরিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। চারবার শিরোপা জিতেছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। রাত পৌনে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি খেলবে কলম্বিয়ার বিপক্ষে।