শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০২:৪৩:৪১

ইতিহাসের সেরা গোলদাতা কে? উঠে এলো যার নাম

ইতিহাসের সেরা গোলদাতা কে? উঠে এলো যার নাম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ক্রিস্তিয়ানো রোনালদোর সর্বকালের সেরা খেলোয়াড় দাবির সঙ্গে একমত হননি। রোনালদো জানিয়েছেন, পর্তুগিজ তারকা তার সর্বকালের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে আছেন, কিন্তু শীর্ষ ৫-এ নেই।

রোনালদো নাজারিও একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা পছন্দ করি না। মানুষের অনেক আত্মসম্মান থাকে… আমি চাই মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।

ক্রিস্তিয়ানোর খেলা নিয়ে তিনি আরো বলেন, ‘সে একটি অসাধারণ গল্প লিখেছে। বিভিন্ন পজিশনে খেলেছে—উইঙ্গার ও স্ট্রাইকার হিসেবে। এটি সহজ নয়। সে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন, কিন্তু সেরা কিনা… না, আমি একমত নই।
আমি তার মতামতকে সম্মান করি, কিন্তু আমার কাছে সে সর্বকালের সেরা ১০-এর একজন।’

রোনালদো নাজারিও আরো বলেন যে তার মতে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে ভালো ৫ জন খেলোয়াড় রয়েছেন। তার মতে, পেলে প্রথম, তারপর মেসি ও ম্যারাডোনা সমানভাবে, তারপর জিকো, রোমারিও, ক্রিস্তিয়ানো রোনালদো, ভ্যান বাস্তেন, জিদান, ফিগো এবং রিভালদো।

ফেব্রুয়ারিতে ক্রিস্তিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘ইতিহাসের সেরা গোলদাতা কে? এটি সংখ্যার ব্যাপার। আমি সমস্ত রকম গোল করতে পারি—হেড, বাঁ পা, ফ্রি কিক, পেনাল্টি। আমি দ্রুত এবং শক্তিশালী। এক কথায়, আমি সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়।’ রোনালদো সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ক্লাব ও দেশের হয়ে তার গোলের সংখ্যা ৯৫২, এবং তিনি ১০০০ গোলের সীমানা অতিক্রমের দিকে এগোচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে