বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪:১৯

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে মোস্তাফিজ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। উঠে আসলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে। তার সঙ্গে উন্নতি করেছেন একাধিক টাইগার বোলার। ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন।

বুধবার (৩ ডিসেম্বর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।

যেখানে দুই ধাপ উন্নতি করে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে উঠে আসলেন টাইগার পেসার মোস্তাফিজ। গতকাল আইরিশদের বিপক্ষে জয়ের ম্যাচে ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যা তার র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে ভূমিকা রেখেছে। সিরিজের বাকি দুই ম্যাচে অবশ্য উইকেটশূন্য ছিলেন এ পেসার।

এছাড়া ৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। নাসুম আহমেদ এগিয়েছেন ৫ ধাপ, রয়েছেন ২৫ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। 
সমান ৫ ধাপ উন্নতি করে রিশাদ হোসেন আছেন ১৯তম স্থানে। সিরিজে দুই ম্যাচ খেলে তার শিকার ৪ উইকেট। ২ ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব আছেন ৫০ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।
 
এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে ৫৫ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেললেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় পিছিয়েছেন তিনি। তবে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করে আউট হলেও পরের দুটিতে যথাক্রমে ৪৩ ও ৩৩* রান করেছিলেন তিনি।
 
৯ ধাপ পিছিয়ে সাইফ হাসান আছেন ইমনের পরেই, ৩৯ নম্বরে। পুরো সিরিজে আলো ছড়াতে পারেননি তিনি। খেলেছেন ৬, ২২ ও ১৯ রানের ইনিংস। ৫ ধাপ উন্নতি করেছেন তাওহীদ হৃদয়, রয়েছেন ৪২ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর, দ্বিতীয়টিতে ৬ রান করে আউট হয়েছিলেন। আর শেষ ম্যাচে মাঠে নামতে হয়নি তাকে। ৩ ধাপ পিছিয়ে জাকের আলী অনিক রয়েছেন ৬৮তম স্থানে।
 
ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে আরেক ভারতীয় বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে