স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের মেয়ে রিচা ঘোষ। দীর্ঘদিন ধরে লোয়ার মিডল অর্ডারে এবং উইকেটে পেছনে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার রাষ্ট্রীয় আরও একটি দায়িত্ব পেলেন রিচা ঘোষ।
সম্প্রতি রিচা ঘোষকে নিয়োগ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ক্রিকেটারের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার রাজ্য পুলিশে ডিএসপি পদে যোগ দিলেন এই তারকা।
বুধবার (৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাকে রাজীবের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে। সঙ্গে রিচার বাবা-মাও ছিলেন।
পশ্চিমবঙ্গ পুলিশ রিচার যোগদানের কথা টুইট করে জানিয়েছে। সেখানে তারা লিখেছে, ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।
দেশের হয়ে আলো ছড়ানো রিচা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেশ আকাঙ্ক্ষিত। নারী আইপিএলে তাকে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আড়াই কোটি রুপি দাম তার। আসছে জানুয়ারিতেই নারী আইপিএল মাতাবেন তিনি।