বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৬:১৬

আশরাফুলকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা

আশরাফুলকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক : গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাপ পত্র জমা দিয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে তার পদত্যাগ পত্র গ্রহণ করেনি বিসিবি। তাকে নিয়ে বিশ্বকাপের বিমানে উঠতে চায় বিসিবি। সেই সঙ্গে আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগ পাওয়া আশরাফুলকেও নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, সালাউদ্দিন এবং আশরাফুল উভয়ই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন। এছাড়া, বর্তমান কোচিং স্টাফের সবাই ওই বিশ্বকাপে থাকবেন এবং কোনো পরিবর্তন হবে না।

এদিকে, সালাউদ্দিনের পদত্যাগের খবর শোনা গিয়েছিল ৪ নভেম্বর। তবে পরে জানা যায় যে, এই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি এবং সালাউদ্দিন তার দায়িত্বে থাকবেন। তার চুক্তি অনুযায়ী, তিনি ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ারের শুরু ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত, যখন তিনি বাংলাদেশের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ ছিলেন। এরপর ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি আবার বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে