সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭:৪০

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এ কারণে অনেকের মধ্যেই ধারণা জন্ম নেয়, ওই সিরিজই হয়তো বাংলাদেশের হয়ে শেষ অধ্যায় ছিল তার। তবে অবসর নিয়ে চলা সেই ধোঁয়াশার অবসান ঘটালেন সাকিব নিজেই।

সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের একটি পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে সাকিব জানান, তিনি এখনই জাতীয় দল থেকে অবসর নেননি। বরং দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।

সাকিবের ভাষায়, বাংলাদেশে ফিরে দর্শকদের সামনে খেলাই তার শেষ ইচ্ছা। মাঠে নেমে দেশের হয়ে শেষবার লড়াই করেই তিনি ক্যারিয়ার শেষ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময়ই নিজের পরিকল্পনার আভাস দিয়েছিলেন সাকিব। তবে সে সময় সেটি বাস্তবায়ন হয়নি। এরপর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই সাকিবের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, কবে এবং কোন সিরিজ দিয়ে দেশের মাটিতে নিজের শেষ অধ্যায়টি লিখতে পারেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে