স্পোর্টস ডেস্ক : আগামী বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই সময় গরমের তেজটা একটু বেশিই থাকে। আর সেই গরমের কথা মাথায় রেখে ২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম রেখেছে ফিফা। ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেয়া হবে তিন মিনিটের পানি পানের বিরতি।
ফিফা সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানায়। নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়মে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেয়া হতো।
আগামী বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। প্রথম ম্যাচে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।