বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭:৩৯

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন জাসপ্রিত বুমরাহ

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন জাসপ্রিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক : ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন। মঙ্গলবার কোটাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট শিকার করেন। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেই এই মাইলফলক স্পর্শ করেন বুমরাহ।

বুমরাহর এই কীর্তি ছুঁতে লেগেছে ৮১ ম্যাচ।

ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং। চলতি বছরের শুরুতে এশিয়া কাপে তিনি মাত্র ৬৪তম ম্যাচ খেলেই শততম উইকেট নেন। বর্তমানে ৬৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০৭।
সব ফরম্যাট মিলিয়ে ১০০ উইকেটের ক্লাবে বুমরাহ এখন পঞ্চম বোলার।

তার আগেই এই তালিকায় ছিলেন টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, সাকিব আল হাসান ও শাহীন আফ্রিদি।
ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলাররা

আর্শদীপ সিং – ১০৭ উইকেট (৬৯ ম্যাচ)
জাসপ্রিত বুমরাহ – ১০১ উইকেট (৮১ ম্যাচ)
হার্দিক পাণ্ডিয়া – ৯৯ উইকেট (১২১ ম্যাচ)
যুজবেন্দ্র চাহাল – ৯৬ উইকেট (৮০ ম্যাচ)
ভুবনেশ্বর কুমার – ৯০ উইকেট (৮৭ ম্যাচ)। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে