বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯:০৮

বিসিবির হুঁশিয়ারি, কিন্তু কেন কী হয়েছে?

বিসিবির হুঁশিয়ারি, কিন্তু কেন কী হয়েছে?

স্পোর্টস ডেস্ক : কোমলে-কঠোরে ঢাকার ক্লাব ক্রিকেট বয়কট করা দলগুলোর প্রতি বার্তা দিল বিসিবি। মিরপুরে বুধবার সিসিডিএমের সংবাদ সম্মেলনে যুগপৎ লিগে অংশ নেওয়ার আহ্বান এবং অংশ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হলো।

সেই সঙ্গে বিসিবি ‘স্যালুট’ জানিয়েছে তামিম ইকবালকে তার ইতিবাচক সিদ্ধান্তের জন্য। যেসব ক্লাব ঢাকা লিগে খেলবে না বলে ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে ছিল তামিমের ক্লাব ওল্ড ডিওএইচএসও। সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসায় ধন্যবাদ পেলেন তামিম।

বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, ‘খেলা না হলে ক্ষতিটা হবে ক্রিকেট এবং ক্রিকেটারদের। এছাড়া খুব বেশি মানুষের ক্ষতি হবে না।’ ক্রিকেটারদের উপার্জন ও ক্যারিয়ার রক্ষায় যেন সব ক্লাব লিগে অংশ নেয়। এটাই তার চাওয়া।

১৪ ডিসেম্বর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। লিগকে সামনে রেখে সিসিডিএমের এই সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিএমের সভাপতি আদনান রহমান, পরিচালক মোখছেদুল কামাল ও শাহনিয়ান তানিম। শুরুতে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য। এরপর প্রশ্ন-উত্তর পর্ব। এদিকে আনুষ্ঠানিকভাবে ২০টি দলকেই ফিক্সচারে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্লাব লিখিতভাবে জানায়নি যে, তারা লিগে অংশ নেবে না। 

আদনান বলেন, ‘লিগ শুরুর আগে প্রতিটি দলের কাছে বাইলজ ও প্লেয়িং কন্ডিশন পাঠানো হয়। নতুন করে বলার কিছু নেই। আমাদের কাজ আমরা করেছি।’ কোনো ক্লাব যদি লিগে অংশ না নেয়, তাহলে বাইলজ ও প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে বিসিবি।

ফারুক বলেন, ‘ঢাকার ক্লাবগুলোর ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করা যাবে না। ক্লাবগুলোই নিজেদের টাকা খরচ করে বাংলাদেশের ক্রিকেটকে এতদূর নিয়ে এসেছে। পাশাপাশি আঞ্চলিক ক্রিকেটও শক্তিশালী করা জরুরি, যাতে আরও প্রতিভা উঠে আসতে পারে। অধিকাংশ ক্রিকেটারই দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসে।’ 

বোর্ড ইতোমধ্যে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছে। তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে লিগ মাঠে গড়ানো। খেলোয়াড়দের বিকল্প সুযোগ বা ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় তা বিবেচনা করবে বোর্ড। যদি কেউ না খেলে, তবে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি প্রয়োজনে বিকল্প টুর্নামেন্টের আয়োজন করবে, যাতে খেলোয়াড়রা মাঠে থাকতে পারেন। তবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে থাকবে বিসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে