শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪:১১

ব্রাজিলের কোচ হয়েই কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি

ব্রাজিলের কোচ হয়েই কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন সাত মাস হলো। কিন্তু এত অল্প সময়ে কার্লো আনচেলত্তির সোনার কাঠির ছোঁয়ায় একটু একটু করে পাল্টে যাচ্ছে সেলেসাও শিবির। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে গুছিয়ে উঠছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাঠের পারফরম্যান্সে মিলছে তার প্রমাণ।

বর্ষীয়ান কোচ আনচেলত্তির পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ক্লাব ফুটবলে অসাধারণ সব অর্জন আর সাফল্যের ধারার ছাপ এ ফুটবল গুরু রেখে যাচ্ছেন জাতীয় দলের কোচিংয়ে। তাই তো ইতালিয়ান এই কোচকে রেখে দিতে চায় ব্রাজিল দীর্ঘ মেয়াদে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখতে চায় সিবিএফ।

স্প্যানিশ ক্রীড়াবিষয়ক পত্রিকা এএস তো জানিয়েছে, খুব দ্রুতই আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সিবিএফ। আর নতুন চুক্তির মেয়াদ হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে গত মে-তে ব্রাজিলের দায়িত্ব কাঁধে তুলে নেন আনচেলত্তি। সিবিএফের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত।

ব্রাজিলের কোচ হয়েই কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। চোট সামলে হ্যাটট্রিক করলেও দলে জায়গা দেননি নেইমারকে। ব্রাজিলের ফুটবলে সাবেক বার্সা সুপারস্টারের প্রভাব অনেক উঁচুতে। কিন্তু শতভাগ ফিট না হলে বিশ্বকাপে নেইমারেরও জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ৬৬ বছরের এ কোচ।

আনচেলত্তির অধীনে এখনো ব্রাজিল তাদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারেনি। তবে মাঠের পারফরম্যান্সে উন্নতি দৃশ্যমান হয়েছে অনেক আগেই। ব্রাজিলকে কোচিং করানোর জন্য রিয়াল, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি, বায়ার্ন মিউনিখের সাবেক এ কোচ সঠিক ব্যক্তি, ব্যাপারটা বুঝতে পেরেই নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে