স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত নাও হতে পারে এমন আশঙ্কার খবর পাওয়া গেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সময়সূচির সঙ্গে সংঘর্ষের কারণে সিরিজটি ভিন্ন সময়ে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার রোববার (১৪ ডিসেম্বর) সূত্রের বরাতে জানায়, ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী বছরের মার্চ–এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। এ সফরে দুইটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার সূচি ছিল।
তবে একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা দেন, পিএসএলের ১১তম আসর আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়সূচির কারণে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে জিও সুপার জানায়, সূচি সংঘর্ষের কারণে হোম সিরিজটি ভিন্ন সময়ে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে ম্যাচের সংখ্যা কোনোভাবেই কমানো হবে না বলে নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি সূত্র জানায়,সিরিজটি পুনঃনির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ম্যাচের সংখ্যা কোনো অবস্থাতেই কমানো হবে না। উপযুক্ত সময়সূচি নির্ধারণের কাজ চলছে এবং শিগগিরই তা জানানো হবে।
এ ছাড়া ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচগুলোর সূচিতেও কিছু রদবদল হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পিসিবির সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।