স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সবশেষ এক বছরের সেরা পারফরম্যান্সগুলোকে স্বীকৃতি দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারও তার ব্যতিক্রম নয়, ২০২৫ সালের বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, গোলকিপারদের হাতে ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস তুলে দেবে সংস্থাটি। নারী-পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে অনুষ্ঠিত হবে ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস।
পুরুষ বিভাগে এগিয়ে কারা
২০২৫ সালের পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন মোট ১১ জন। অ্যাওয়ার্ডটির জন্য এবার সবচেয়ে এগিয়ে আছেন ওসমান ডেম্বেলে ও লামিনে ইয়ামাল। গত সেপ্টেম্বরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় হওয়া এই দুই তারকার মধ্যে আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এই বিভাগে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি)। ডেম্বেলের সঙ্গে মনোনয়ন পেয়েছেন তার ক্লাব সতীর্থ আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া।
‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন যারা
ওসমান ডেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)
কোল পামার (চেলসি, ইংল্যান্ড)
পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)
মোহামেদ সালাহ (লিভারপুল, মিসর)
ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
নারী বিভাগ
নারী বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন মোট ১৭ জন। তালিকায় রয়েছেন বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি। তিন মাস আগে ব্যালন ডি’অর জিতেছিলেন। তিনি কাতারে অনুষ্ঠিত এই আসরেও তিনি অন্যতম ফেভারিট। বার্সেলোনা থেকে মনোনয়ন পেয়েছেন মোট পাঁচজন খেলোয়াড়।
‘দ্য বেস্ট’ নারী খেলোয়াড়ের মনোনয়ন পেলেন যারা
স্যান্ডি বাল্টিমোর
নাথালি বিয়র্ন
আইতানা বোনমাতি
লুসি ব্রোঞ্জ
মারিওনা কালদেন্তেই
টেমওয়া চাউইঙ্গা
কাদিদিয়াতু দিয়ানি
মেলচি ডুমর্নে
পাত্রি গুইহারো
লিন্ডসি হিপস
লরেন জেমস
ক্লোয়ি কেলি
এওয়া পাজোর
ক্লাউদিয়া পিনা
আলেক্সিয়া পুতেয়াস
আলেসিয়া রুসো
লিয়া উইলিয়ামসন
কীভাবে দেখা যাবে
বিশ্বজুড়ে বিনামূল্যে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠান। সম্প্রচার শুরু হবে রাত ১১টা থেকে।
এই অনুষ্ঠানে আরও ঘোষণা করা হবে—
*ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল)
*ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল)
*সেরা গোলকিপার পুরস্কার
*সেরা কোচ পুরস্কার ও
*ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (বিশেষ জুরি দ্বারা নির্ধারিত)