বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯:১১

মাশরাফির রেকর্ড ভেঙে মুস্তাফিজের নতুন ইতিহাস

মাশরাফির রেকর্ড ভেঙে মুস্তাফিজের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান আইপিএলের নিলামে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটারের রেকর্ড ধরে রাখা মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেললেন এই বাঁহাতি পেসার।

আইপিএলের এবারের নিলামে মুস্তাফিজকে দলে নেয়ার জন্য তীব্র লড়াই চালায় তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্রথমে দিল্লি ক্যাপিটালসের আগ্রহ প্রকাশ পাওয়ার পর চেন্নাই সুপার কিংস যোগ দেওয়ায় দর আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা) খরচ করে মুস্তাফিজকে দলে ভেড়ায়।

এই মূল্যেই ভেঙে গেছে মাশরাফির দীর্ঘদিনের রেকর্ড, যিনি ৬ লাখ ডলারে বিক্রি হয়ে আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তখনকার টাকায় যা ছিল প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।

এর আগে সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজ সহ অন্য বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পেয়েও মাশরাফির রেকর্ড স্পর্শ করতে পারেননি। এবার মুস্তাফিজ এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেই নতুন অধ্যায় শুরু করলেন।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবার আইপিএলে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠ মাতাতে চলেছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন। মুস্তাফিজের এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতেও তার জন্য উজ্জ্বল অপেক্ষা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে