বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৭:৫৯

অবসর নেওয়ার পর যা করার ইচ্ছা মেসির

অবসর নেওয়ার পর যা করার ইচ্ছা মেসির

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসি অবসর নেওয়ার পর কোচ হওয়ার দিকে মনোযোগী নন। বরং তিনি চান নিজের একটি ক্লাবের মালিক হতে।

সম্প্রতি আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কোচ হওয়া আমার পছন্দ, তবে আমি মালিক হতে চাই। নিজের ক্লাব থাকবে, নিচের স্তর থেকে শুরু করব এবং সেটাকে বড় করব। এই ভাবনাটা আমাকে বেশি আকর্ষণ করে।’

মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। মাঠে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি ধীরে ধীরে ক্লাব মালিকানার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন।

গত বছর মেসি দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব ডিপোর্তিভো এলএসএম চালু করেছেন। ক্লাবটির নাম তাদের দুইজনের আদ্যক্ষর থেকে রাখা হয়েছে। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি এবং প্রায় ৮০ জন পেশাদার কর্মী যুক্ত আছেন।

মেসি তরুণদের জন্য ‘মেসি কাপ’ নামের অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টও চালু করেছেন। বিশ্বের বিভিন্ন একাডেমির দল অংশগ্রহণ করে, প্রথম টুর্নামেন্টে জয়ী হয়েছে আর্জেন্টিনার রিভার প্লেট।

তবে এখনও মাঠের ফুটবলেই মনোযোগী মেসি। তিনি ইন্টার মায়ামির হয়ে ২০২৬ মৌসুম শুরু করবেন ২১ ফেব্রুয়ারি এলএএফসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এছাড়া জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপেও দেখা যেতে পারে তাকে। সূত্র: ইএসপিএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে