স্পোর্টস ডেস্ক : ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একপ্রকার একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন বৈভব সূর্যবংশী। তার ঝলমলে পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ২৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯। এর মধ্য দিয়ে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ সম্পন্ন করল ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হয় বুধবার (৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে উইলমোর পার্ক মাঠে।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ। নতুন বলের চাপ সামলে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। প্রথম উইকেটে দু’জনের জুটিতে আসে ২০০-র বেশি রান, যা ম্যাচটিকে একপেশে করে তোলে খুব দ্রুতই। বৈভব সূর্যবংশী ছিলেন পুরোপুরি বিধ্বংসী।
মাত্র ৭৪ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি ছক্কা ও ৯টি চার। অন্যপ্রান্তে অ্যারন জর্জ খেলেন দায়িত্বশীল ইনিংস। ১০৬ বলে ১১৮ রান করে যুব ওয়ানডেতে নিজের প্রথম শতক পূর্ণ করেন তিনি। ২৬তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেও ভারতের রানের গতি কমেনি।
মিডল অর্ডারের কার্যকর অবদানে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৯৩ রান। আর দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় পাহাড়সম লক্ষ্য।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ভারতের বোলাররা প্রথম পাঁচ ওভারের মধ্যেই চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচ কার্যত নিজেদের মুঠোয় নিয়ে নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দক্ষিণ আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
বোলিংয়েও নিজের ছাপ রাখেন সূর্যবংশী। একটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো বোলিং ইউনিট শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স দেখায়। আঁটসাঁট লাইন-লেন্থ ও আক্রমণাত্মক ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকাকে দ্রুত গুটিয়ে দেয় ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যের অনেক আগেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই আধিপত্য দেখিয়ে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত অনূর্ধ্ব–১৯ দল। বৈভব সূর্যবংশীর নেতৃত্বে এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের বড় বার্তা হয়ে থাকল।