স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় বেঁকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-২০ বিশ্বকাপে টাইগারদের ম্যাচের ভেন্যু ভারতে হলেও অন্য কোথাও খেলতে চায় বিসিবি। এ নিয়ে আইসিসির সঙ্গে বোর্ডের চিঠি চালাচালিও শুরু হয়েছে।
হাইব্রিড মডেলে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে। আইসিসি বিসিবির চাওয়া মেনে নিলে টাইগাররাও শ্রীলঙ্কায় খেলতে পারবে। আর মেনে না নিলে বিসিবি কী করবে? এমন অবস্থায় ভেবেচিন্তে বোর্ডকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান সাবেক অধিনায়ক তামিম ইকবালের।
বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তামিম। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট সবচেয়ে আগে থাকতে হবে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।’
হুটহাট সিদ্ধান্ত নিতে মানা তামিমের। ‘আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’
কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজের বাদ পড়ার ঘটনাটিকে তামিম দুঃখজনক বলছেন। ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটাতে কোনো ডাউট নেই।’