শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯:২৮

ক্রিকেটারের মৃত্যু, দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না

ক্রিকেটারের মৃত্যু, দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠেই মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটার খাওলহরিং লালরেমরুয়াতার। রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে এ ঘটনা ঘটেছে। সাইরাং রেলস্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালরেমরুয়াতা ভেঙনুয়াই। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএম) জানিয়েছে, ম্যাচ চলাকালীন লালরেমরুয়াতা স্ট্রোক করেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

লালরেমরুয়াতার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছে তারা। এ ছাড়া মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামারও শোক প্রকাশ করেছেন। 

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন লালরেমরুয়াতা। ভারতের প্রথম সারির লিগ রঞ্জি ট্রফিতে দুটি ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে