শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৫:০২

এই খবর ছড়িয়ে পড়তেই উপমহাদেশের ক্রিকেট মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে

এই খবর ছড়িয়ে পড়তেই উপমহাদেশের ক্রিকেট মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেটের পথিকৃৎদের একজন এবং ২০১৫ বিশ্বকাপে আফগানদের প্রথম জয়ের নায়ক শাপুর জাদরান বর্তমানে জীবন-মৃত্যুর লড়াই করছেন। ৩৮ বছর বয়সী সাবেক এই ফাস্ট বোলার গুরুতর শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা দেশটির ক্রিকেট মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে।

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও সীমিত অবকাঠামোর মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে যেসব ক্রিকেটার অগ্রণী ভূমিকা রেখেছিলেন, শাপুর জাদরান তাদের অন্যতম। মাঠে তার আগ্রাসী বোলিং, লড়াকু মানসিকতা ও সাহসী ব্যাটিং বারবার আলোচনায় এসেছে। কিন্তু এবার তিনি লড়ছেন মাঠের বাইরের সবচেয়ে কঠিন যুদ্ধের সঙ্গে।

পরিবারের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শাপুর। গত ১২ জানুয়ারি তার ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শাপুরের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলোও বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, শাপুরের শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এ কারণেই উদ্বেগ বাড়ছে ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে।

এই খবর ছড়িয়ে পড়ার পর আফগানিস্তানসহ উপমহাদেশের ক্রিকেট মহলে শোক ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,

“যে মানুষটি সবসময় সিংহের মতো লড়েছে, আজ তার জীবনের লড়াইয়ে আমাদের সবার দোয়া দরকার।”

তার এই বার্তার পর অসংখ্য ক্রিকেটার, সাবেক সতীর্থ ও ভক্ত শাপুরের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান আফগানিস্তানের উত্থানপর্বের সাক্ষী ও স্থপতি ছিলেন। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮০টি আন্তর্জাতিক ম্যাচ—এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ে তিনি শুধু গুরুত্বপূর্ণ উইকেটই নেননি—শেষ মুহূর্তে জয়সূচক রানও করেন। সেই ইনিংস আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শাপুর জাদরান। তবে মাঠ ছেড়েও তিনি আফগান ক্রিকেটের অনুপ্রেরণা হয়ে আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে