স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩২ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল পাকিস্তান টিভি (পিটিভি)। প্রেসিডেন্টস ট্রফিতে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে সুই নর্দার্নকে হারিয়েছে তারা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত সুই নর্দার্ন গুটিয়ে যায় মাত্র ৩৭ রানে।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন লক্ষ্য রক্ষার রেকর্ড ছিল ১৭৯৪ সালের।
সে সময় ওল্ডফিল্ড দল মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে ৪১ রান রক্ষা করে ৬ রানে জয় পেয়েছিল। প্রায় আড়াই শতাব্দী পর সেই রেকর্ড ভেঙে দিল পাকিস্তান টিভি।
ম্যাচ শেষে পিটিভির প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘এই বিশ্বরেকর্ড গড়া পারফরম্যান্সে আমি দারুণ খুশি। আমাদের দলের মূলমন্ত্র কখনো হাল না ছাড়া, শেষ বল পর্যন্ত লড়াই করা।
আমরা এই টুর্নামেন্টে তিনটি ম্যাচেই পিছিয়ে থেকেও ইতিবাচক মানসিকতায় জয় পেয়েছি।’
ম্যাচের শুরুতে অবশ্য সবকিছুই ছিল সুই নর্দার্নের নিয়ন্ত্রণে। প্রথম ইনিংসে তারা তোলে ২৩৮ রান। জবাবে পাকিস্তান টিভি অলআউট হয় ১৬৬ রানে, ফলে ৭২ রানের লিড পায় সুঁই নর্দার্ন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান টিভি মাত্র ১১১ রানেই থেমে গেলে মনে হচ্ছিল সহজ জয় অপেক্ষা করছে সুই নর্দার্নের জন্য।
কিন্তু নাটকীয় মোড় নেয় ম্যাচ। মাত্র ৪০ রানের লক্ষ্য তাড়ায় সুই নর্দার্ন একের পর এক উইকেট হারাতে থাকে। পাকিস্তান টিভির বোলার আলি উসমান দুর্দান্ত বোলিংয়ে ৯ রান খরচ করে নেন ৬ উইকেট। তাকে দারুণভাবে সহায়তা করেন আমাদ বাট।
২৮ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৭ রানেই থামে সুই নর্দার্নের ইনিংস।