সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৪:৫০

ভারতের মাটিতেই ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের দখলে সিরিজ

ভারতের মাটিতেই ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের দখলে সিরিজ

স্পোর্টস ডেস্ক : ইন্দোরে রোববার (১৮ জানুয়ারি) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এর আগে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হারের তেতো স্বাদ পেয়েছিল কিউইরা। এবার ২-১ ব্যবধানের জয়ে ইতিহাস রচনা করল তারা।

ইন্দোরে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ৫ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বিশাল সংগ্রহ এনে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড।

ফিলিপস ১০৬ এবং মিচেল খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। শেষ চার ওয়ানডে ইনিংসে তৃতীয় সেঞ্চুরি ছিল এটি মিচেলের। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস কিউইদের বড় ইনিংস গড়ে দেয়।

টার্গেট তাড়া করতে রোহিত ও গিলের ব্যাটে ভালোই শুরু পেয়েছিল ভারত। তবে ১১ রান করে রোহিত শর্মা ফিরে যান। এরপর ক্রিজে নামেন কোহলি। শেষ পর্যন্ত ভারতের জয়ের জন্য লড়েছেন তিনি। অপরপ্রান্তে কোহলি সহায়তা করেছেন নিতিশ রেড্ডি ও রানা। রেড্ডি ৫৩ এবং রানা খেলেন ৫২ রানের ইনিংস।

আর বিরাট কোহলি করেছেন ১২৪ রান, যা ওয়ানডে ক্রিকেটে তার ৫৪তম শতক। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে শতক হলো ৮৫টি। ১০০ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

কোহলি আউট হওয়ার পর সেই ওভারেই রান আউট হন কুলদীপ যাদব। তার উইকেট হারানোর মধ্য দিয়ে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় কিউইরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে