সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:২২:৪৩

এবার বিসিবিকে যে আলটিমেটাম আইসিসির

এবার বিসিবিকে যে আলটিমেটাম আইসিসির

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে চলা জটিলতা অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 

আইসিসি গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে আলোচনা করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে আগামী ২১ জানুয়ারির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত বা বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

আইসিসি–বিসিবির মধ্যকার এটাই দ্বিতীয় বৈঠক। বিসিবি তার আগ্রহ জানিয়েছে বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়। তারা সহ-আয়োজক শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগ তুলে ধরলেও আইসিসি তাদের নির্ধারিত সূচি পরিবর্তনের অনুরোধ ফিরিয়ে দিয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে এবং কলকাতা ও মুম্বাইয়ে তাদের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া, বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের অনুরোধ করেছিল যাতে শ্রীলঙ্কায় খেলা সম্ভব হয়। কিন্তু আইসিসি সেটাও মেনে নেয়নি।

আলোচনায় আইসিসি বাংলাদেশকে নিশ্চিত করেছে, ভারতের মাটিতে নিরাপত্তা হুমকি নেই। তবে যদি বিসিবি ভারত সফর নিয়ে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প দল ঘোষণা করবে। বর্তমান র‍্যাংকিং অনুযায়ী, স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে এই আলটিমেটাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবির সিদ্ধান্তের জন্য সকলের দৃষ্টি থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে