স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের খেলার ব্যাপারে এবার উল্টো খবর! বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্যেও ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান। সম্প্রতি একটি প্রতিবেদনে এমনটিই জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।
গালফের প্রতিবেদন বলা হয়, ভারতে বাংলাদেশের ম্যাচ না সরানো হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না, এমন গুঞ্জন নাকচ করেছে পিসিবি। পিসিবি’র ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানোনো হয়, ‘এটি বোর্ডের অবস্থান নয়। পিসিবির এমন কোনো স্ট্যান্ড নেই। আর পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যুক্তিসংগত কারণও নেই, কারণ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে।’’
এর আগে পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি স্থগিত রেখেছে পিসিবি। যদিও বোর্ড সূত্র বলছে, এসব খবর মূলত পরিস্থিতিকে উসকে দেওয়ার চেষ্টা। টিম ম্যানেজমেন্টকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তবে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। পিসিবির মতে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ ‘যৌক্তিক’।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার পর ভারতীয় ভেন্যুতে খেলতে অপারগতা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতীয় ভেন্যুগুলোতে ‘নগণ্য ঝুঁকি’ পাওয়া গেছে বলে জানানো হয়।
এরপরও বাংলাদেশ সরকার ও বিসিবির অবস্থান অপরিবর্তিত। বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি সূচি বদলাতে আগ্রহী নয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।