স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে হার দিয়ে বিপিএলের এবারের আসর শেষ করেছে নোয়াখালী এক্সপ্রেস। রোববার (১৮ জানুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের কাছে তারা হেরেছে ৮ উইকেটে। এদিন দলের হয়ে ব্যাট না করলেও ফিল্ডিং করতে দেখা গেছে সৌম্য সরকারকে। আর এদিনই কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
সুদূর আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্য সরকারের মেয়ে। আর এ কারণেই মূলত বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল বাঁহাতি এই ব্যাটারের।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কিছু লেখেননি সৌম্য, তবে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তার স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সৌম্য। আর ক্যাপশনে লিখা, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিলো সৌম্য সরকারের। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের এই ক্রিকেটার।