মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৪০:৩৯

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করল দক্ষিণ আফ্রিকা

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরপর জিতেছেও সর্বোচ্চ রানের ব্যবধানে। জেসন রোলস ও অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়ার সেঞ্চুরিতে প্রোটিয়া যুবারা ৩৯৭ রান তোলে। প্রতিপক্ষ তানজানিয়া গুটিয়ে যায় ৬৮ রানে। ফলে যুব ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩২৯ রানের ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়ার উইন্ডহোকে গতকাল (সোমবার) মুখোমুখি হয় দল দুটি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্রোটিয়া যুবারা। দ্রুতগতিতে রান তোলার পর ১৪ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৩ রান। এরপর ম্যারাথন জুটি গড়েন বুলবুলিয়া এবং রোলস। ১৭৬ বলে তারা স্কোরবোর্ডে ২০১ রান যোগ করেন। দুজনের মধ্যে তুলনামূলক বেশি আগ্রাসী ছিলেন রোলস। ১০১ বলে ১০ চার ও ৫ ছক্কায় তিনি ১২৫ রানে অপরাজিত ছিলেন।

আফ্রিকান অধিনায়ক বুলবুলিয়া ১০৮ বলে ১০ চার ও এক ছক্কায় সমান ১০৮ রান করেন। এ ছাড়া শেষদিকে পল জেমস ১৮ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৮ এবং লেথাবো পাহলামোলাকা ৫ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ফলে ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৯৭ রান। বিপরীতে তানজানিয়ার সিম্বা এমবাকি ২ উইকেট নেন।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তানজানিয়ার ব্যাটিং লাইনআপ। তাদের প্রথম ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। এমবাকি ১৭, অ্যাক্রে হুগো ১২ ও রেইমন্ড ফ্রান্সিস ১০ রান করেন। ফলে ৩২.২ ওভার খেললেও ৬৮ রান তোলে তানজানিয়া। প্রোটিয়াদের পক্ষে ২টি করে শিকার ধরেছেন জেসন রোলস এবং বায়ান্দা মাজোলা।

যদিও যুব বিশ্বকাপে এর চেয়েও বেশি দলীয় সংগ্রহ এবং বড় ব্যবধানে হারের রেকর্ড আছে। ২০০২ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪৮০ রান তোলে অস্ট্রেলিয়ান ‍যুবারা। ওই ম্যাচটি অজিরা ৪৩০ রানের ব্যবধানে জিতেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার চেয়ে সবমিলিয়ে ৮টি ম্যাচে বড় রানের কীর্তি দেখা গেছে যুব ওয়ানডেতে। একইভাবে রয়েছে আরও বড় ব্যবধানে জয়ের রেকর্ডও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে