শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫৮:৫৯

আইসিসি ও বিসিবির টানাপোড়েনের মধ্যেই এলো নতুন খবর

আইসিসি ও বিসিবির টানাপোড়েনের মধ্যেই এলো নতুন খবর

স্পোর্টস ডেস্ক : আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে তৈরি হয়েছে বড় জটিলতা। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার তিনি প্রকাশ্যে নিজের অবস্থান জানান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় এই বিশ্বকাপ হওয়ার কথা। তবে বাংলাদেশ দল ভারতে যেতে রাজি নয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তারা ভেন্যু বদলের আবেদন করেছে।

এই বিরোধ শুরু হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।

আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান আসেনি। চলতি সপ্তাহে আইসিসি জানিয়ে দেয় সূচি বদলাবে না। একই সঙ্গে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয় সিদ্ধান্ত জানাতে।

তবু বিসিবি নিজের অবস্থানে অনড় থাকে। সর্বশেষ তারা আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে যায়।

এই টানাপোড়েনের মধ্যেই খবর আসে, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে।

এই বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়।’

মহসিন নকভির ওপর পূর্ণ আস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘মহসিন নকভি ক্রিকেটটা বোঝেন। খেলাটার সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। মহসিন নকভি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।’

বাংলাদেশের কঠোর অবস্থানকেও সমর্থন করেন শেঠি। তার মতে, এতে আইসিসির চোখ খুলবে। শেঠি বলেন, ‘পাকিস্তানের পর যদি অন্য দেশগুলো দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে