রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭:৪৭

বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ভারত। আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিষয়টি নিশ্চিত হয়ে গেছে গতকাল ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর। বুলাওয়েতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ১৪১ বল আর ৭ উইকেট হাতে রেখে কিউই যুবাদের হারিয়েছে আয়ুশ মাহাত্রের দল। ফলে গ্রুপ পর্বটা ভারত শেষ করেছে শীর্ষে থেকে।

গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সের লাইনআপও দাঁড়িয়ে গেছে। গ্রুপ এ আর গ্রুপ ডি থেকে তিনটি করে দল খেলবে সুপার সিক্সের গ্রুপ ১ এ। গ্রুপ বি আর সি থেকে ৩টি করে দল নিয়ে হবে গ্রুপ ২। সেই গ্রুপেই ভারত পাকিস্তান মুখোমুখি হবে। 

এই গ্রুপে আছে বাংলাদেশও। সুপার সিক্সে প্রতিটি দল পাবে ২টি করে ম্যাচ। গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সে যাওয়া নিজেদের গ্রুপের বাকি ২ দলের সঙ্গে মুখোমুখি হতে হবে না, সেই ২ ম্যাচের পয়েন্ট আর নেট রান রেট যোগ হবে সুপার সিক্স রাউন্ডে। 

পাকিস্তান এই সুপার সিক্সে যাচ্ছে ২ পয়েন্ট নিয়ে। সেমিফাইনালে যেতে হলে তাদের পরের ২ ম্যাচেই জিততে হবে। বাংলাদেশের সামনেও সমীকরণটা একই, তবে তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকেও। বাংলাদেশ এই গ্রুপে পা রাখছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাগাভাগি হওয়া একটি পয়েন্ট নিয়ে। ভারত তুলনামূলক ভালো অবস্থানে থেকে এই গ্রুপে পা রাখছে, তাদের পয়েন্ট ৪। 

সুপার সিক্সের ২ পর্ব থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে