রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:০০:৪৮

আর কোনো আইনি বা সালিশি প্রক্রিয়ায় যাবে না বিসিবি

আর কোনো আইনি বা সালিশি প্রক্রিয়ায় যাবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সব সম্ভাবনার পর্দা নামল শনিবার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর এবার সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির ঘোষণা দেওয়ার সময় মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল। এ নিয়ে আইনি পথে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে এ বিষয়ে আর কোনো আইনি বা সালিশি প্রক্রিয়ায় যাবে না বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আইসিসি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটি মেনে নিয়েছি। এ বিষয়ে আলাদা কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা নেই।’

তিনি আরও জানান, ‘যেহেতু আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, তারা সূচি পরিবর্তন করবে না বা আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরাবে না, সে ক্ষেত্রে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না।’

এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও একই অবস্থানের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি থাকলে কোনো দেশেই গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্ন ওঠে না এবং এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।

সব মিলিয়ে, আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে এই অধ্যায়ের ইতি টানল বিসিবি। এখন বাংলাদেশের সামনে আন্তর্জাতিক সূচির বাইরে ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে সাজানোর চ্যালেঞ্জ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে