স্পোর্টস ডেস্ক : ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির প্রেক্ষিতে এশিয়ার একাধিক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন অবস্থায় ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে শঙ্কার কারণ রাজনৈতিক নয়, বরং জনস্বাস্থ্যজনিত সংকট। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় আয়োজক দেশটিতে আতঙ্ক বিরাজ করছে।
কলকাতা শহরের অদূরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণের সূত্রপাত হয়। ইতোমধ্যে এতে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে। পাশাপাশি ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে কোভিড-১৯ এর মতো সংকটও তৈরি হতে পারে।
নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমনকি পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশগুলো এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিপাহ ভাইরাস যদি মহামারীর রূপ নেয়, তাহলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন আদৌ সম্ভব হবে কি না এই প্রশ্নই এখন সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে।