মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৩:০৫

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত...

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত...

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের দশদিন আগেও চলছে নাটকীয়তা।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা এখনও অনিশ্চিত।

গতকাল ২৬ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন। তাদের সেই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা।

সেই বৈঠক শেষে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এ ব্যাপারে ভারতীয় সাবেক অধিনায়ক শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘গত ম্য়াচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এমন পারফরম্য়ান্স দেখে বিশ্বের যে কোনও দল বলবে যে ভারতে খেলতে আসব না। তোমাদের (বিশ্বকাপে) আসার দরকার নেই। মহসিন নকভি আগেই এই ব্যাপারে মুখ খুলেছিলেন। ভারতে আসার দরকার নেই। তোদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।’

শ্রীকান্ত আরও বলেন, ‘কলম্বো থেকে এক একটা ছক্কা হাঁকালে, সেটা চেন্নাই পর্যন্ত চলে আসবে। সাবধানে থাকিস। সব থেকে ভালো বিকল্প হল, তোরা (পাকিস্তানিরা বিশ্বকাপে) খেলতেই আসিস না। কোনও একটা ছুতা বের করে বিশ্বকাপ টুর্নামেন্ট বয়কট করে দে। ভারতীয় ক্রিকেটাররা তোদের ছাল-চামড়া গুটিয়ে দেবে। প্রত্যেকটা দলকে আমি একই ভাবে সতর্ক করতে চাই। টি-টোয়োন্টি ক্রিকেটে যেভাবে চার-ছক্কার বন্যা বইছে, এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে