শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪:৪৪

মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

 মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দল পেয়েও খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তাই এবার পিএসএলের নিলামে নাম লিখিয়েছেন এই টাইগার পেসার।

মোস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা।

এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাতে চড়া দাম পেতে পারেন তিনি।

আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে