শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ০৪:১৬:৫৭

এক নম্বরে সাকিব আল হাসানের নাম

এক নম্বরে সাকিব আল হাসানের নাম

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আটটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি এখন পর্যন্ত ৫০টি উইকেট শিকার করেছেন, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ক্রিকেট সাধারণত ব্যাটসম্যানদের দাপটে থাকলেও, বিশ্বকাপের মতো বড় মঞ্চে বোলারদের ভূমিকাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চাপের মুহূর্তে সাকিবের মতো অভিজ্ঞ বোলাররা নতুন বল ও ডেথ ওভারে কার্যকর বোলিং করে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বারবার।

এই তালিকায় সাকিবের পরেই আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।

বিশ্বকাপ ইতিহাসে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় আরো আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৭), আফগানিস্তানের রশিদ খান (৩৭), অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (৩৬), পাকিস্তানের সাঈদ আজমল (৩৬) ও নিউজিল্যান্ডের টিম সাউদির (৩৬) মতো তারকারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে