স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি হবে ২০৩০ সালে। তাই এ বিশেষ সালটিতে কোথায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ তা নিয়ে দেখা দিয়েছিল নানা জল্পনা-কল্পনা।
তবে এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে এই ঐতিহাসিক বিশ্বকাপ আয়োজন করবে। আর এ ক্ষেত্রে সমর্থন আছে ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
১৯৩০ বিশ্বকাপ আয়োজনের পর আর একবারো বিশ্বকাপ আয়োজন করতে পারেনি উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনাও মাত্র একবার বিশ্বকাপ আয়োজন করে। এখন পর্যন্ত একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। ২০০২ সালে জাপান ও কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর