স্পোর্টস ডেস্ক: আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। খেলা তো দেখতে বসবেনই। কিন্তু তার আগে আপনাকে জানাই, এমন কিছু তথ্য যেগুলো সম্ভাবত আপনি জানেন না।
এবারের আইপিএল খেলছে আটটি দল। আট দলের অধিনায়ক বেশ হেভিওয়েট। এবারে কোন দলের দায়িত্ব কার ঘাড়ে পড়েছে এবং তাদের ব্যাট- বলের ক্ষমতা কেমন আসুন দেখে নিন?
১. গৌতম গম্ভীর- ২০০৯ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে দুইবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে শাহরুখ খানের কেকেআর। এবারেও কলকাতা গৌতম গম্ভীরের নেতৃত্বে আর একটি ট্রফির আশায় বুক বাঁধছে কলকাতা। তাই এবারেও তার ঘাড়ে পড়েছে অধিনায়কের।
২.বিরাট কোহলি- ব্যারয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে আছেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের আই ক্যান্ডি বয় বিরাট কোহলি। তিনি ছাড়াও বেঙ্গালুরুর এই দলে আছেন ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স।
এর পরেও বেঙ্গালুরুর সম্ভাবনা নিয়ে বোধ হয় কোনও সংশয় থাকে না।
৩. রোহিত শর্মা- সদ্যশেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা ভাল কাটেনি রোহিত শর্মার। যদিও তাঁর নেতৃত্বেই দু’টি আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ানস, যার মধ্যে গতবারের আইপিএলও- আছে। তাই এবারেও রোহিতের উপর ভরসা করছেন মুম্বইয়ের ফ্যানরা।
৪.জাহির খান- এ বছর দিল্লি ডেয়ার ডেভিলসের দায়িত্বে জাহির খান। প্রত্যেকবার দারুণ স্কোয়াড বানিয়েও আইপিএল-এ খারাপ খেলার একটা ‘ট্র্যাডিশন’ সেট করেছে দিল্লি ডেয়ার ডেভিলস। সেই ট্র্যাডিশন ভাঙার লক্ষ্যে জাহিরের উপর বিপুল ভরসা করছেন জাহির।
৫.ডেভিড মিলার- গত বছরের আইপিএলটা বেশ খারাপ কেটেছে কিংগস ইলেভেন পঞ্জাবের। এ বছর দলের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিগ হিটার ডেভিড মিলার। মিলার কি পারবেন কিংগস ইলেভনের ভাগ্য বদলাতে? উত্তরটা ওই ২২গজেই মিলবে।
৬.সুরেশ রায়না- এ বারের আইপিএল-এর আরও একটি নতুন দল গুজরাট লায়ন্স। এই দলের দায়িত্বে সুরেশ রায়না। গত কয়েকটি সিরিজে রায়নার ব্যাট বেশ ব্যর্থ। নিজেকে নতুন করে প্রমাণ করার এর থেকে ভাল সুযোগ আর বোধহয় অধিনায়ক রায়না পাবেন না।
৭.মহেন্দ্র সিংহ ধোনি- চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে বাতিল হওয়ায় আট বছর পর খানিকটা বাধ্য হয়েই সাম্রাজ্যের ঠিকানা বদলেছেন মাহি। এ বছর তিনি নতুন দল পুণে সুপার জায়েন্টসের দায়িত্বে, যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
৮.ডেভিড ওয়ার্নার- সানরাইজ হায়দরাবাদের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার। গত বছর থেকেই এই দায়িত্ব সামলাচ্ছেন বাঁহাতি অজি ব্যাটসম্যান।
৮ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস