বুধবার, ১১ মে, ২০১৬, ১১:১২:০৮

ইসলাম গ্রহণ করেছেন ৭ জন মাঠ কাঁপানো বিখ্যাত তারকা

ইসলাম গ্রহণ করেছেন ৭ জন মাঠ কাঁপানো বিখ্যাত তারকা

স্পোর্টস ডেস্ক : পবিত্র ইসলাম করেছেন ৭ জন বিখ্যাত মাঠ কাঁপানো তারকা। বিভিন্ন ধর্মে থাকার পরে মোটেই মানসিক স্বস্তি পাচ্ছিলেন না তারা। শান্তির পরশ পেতে গ্রহণ করেন ইসলাম ধর্ম।

যুগে যুগে অসংখ্য নক্ষত্রতুল্য মানুষ ইসলাম গ্রহণ করেন। ব্যাট-বলের বেশ কয়েকজন নায়ক সম্প্রতি ইসলাম গ্রহণ করেন। দেখে নিন এই তালিকাটি-

১। মোহাম্মাদ আলি (জন্মঃ জানুয়ারি ১৭, ১৯৪২)

মুহাম্মদ আলী ছিলেন মার্কিন মুষ্ঠিযোদ্ধা। ৩ বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন হয়েছেন তিনি।  ১৯৯৯ সালে মুহাম্মদ আলীর নাম বিবিসি শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।

আমেরিকার লুইসভিলা, কেন্টাকিতে জন্ম গ্রহণ করেন তিনি। তার নাম রাখা হয় ক্যাসিয়াস ক্লে। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পর আলোড়ন সৃষ্টি হয় বিশ্বে।

 ২।মাইক টাইসন (জন্মঃ ৩০শে জুন ১৯৬৬ সাল)। আমেরিকার ব্রুকলিনে জন্ম নেন টাইসন। তিনি একজন আমেরিকান, বিশ্বের সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। ১৯৯২ সালে ইসলাম গ্রহণ করেন তিনি।

৩। রাশিদ ওয়ালেস
আমেরিকান বাস্কেটবল প্লেয়ার।

৪।কারিম আব্দুল-জব্বার
একজন আমেরিকান অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার, কোচ, অভিনেতা, এবং লেখক।

৫।আহমদ রুশদি
এমি পুরস্কার প্রাপ্ত সাবেক আমেরিকান ফুটবলার।

৬।তারিক আব্দুল ওয়াহিদ (অলিভিয়ের সেন্ট জাঁ)
ফ্রান্সের সাবেক বাস্কেটবল প্লেয়ার।

৭।মুহাম্মদ ইউসুফ। ২০০৫ সালে পাকিস্তানের এ ক্রিকেটার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল ইউসুফ ইউহানা।
১১ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে