বুধবার, ১১ মে, ২০১৬, ১১:১৯:১৫

সোহাগ-ধোনির পোস্টার ফেসবুকে ভাইরাল

সোহাগ-ধোনির পোস্টার ফেসবুকে ভাইরাল

স্পোর্টস ডেস্ক: আইপিএলের নবম আসরে চরম বাজে মুর্হুত পার করছে ধোনির দল। তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে একের পর এক ম্যাচ হেরে প্রায় বিধ্বস্ত দলটি।

ধোনির এহেন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে বের হয়েছে নানা জোকস। তারমধ্যে সবচেয়ে ভাইরাল হয়ে গিয়েছে বাংলা বউ নাচের গান নিয়ে ধোনির পোস্টার।

‘সোহাগ চাঁদ বদনি তুমি নাচো তো দেখি’—একটি জনপ্রিয় লোকসঙ্গীত। প্রখ্যাত লোকসঙ্গীত গায়ক নির্মলেন্দু চৌধুরীর কন্ঠে এই গানটি এপার-ওপার বাংলায় বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। সেই গানের আদলেই ধোনিকে নিয়ে তৈরি হয়েছে পোস্টার।

বাংলাদেশের ক্রিকেটার সোহাগ গাজির ছবি দিয়ে তার নিচে ‘সোহাগ’ লেখা হয়েছে। এরপর ভারতের উদীয়মান ক্রিকেটার উন্মুক্ত চাঁদের ছবি দিয়ে তারে নিচে ‘চাঁদ’ শব্দটি লেখা হয়েছে। তার পাশে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমঙ্গ বদানির ছবি রেখে তার নিচে ‘বদানি’ লেখা হয়েছে। এরপর ধোনির ছবি ব্যবহার করে তার নিচে ‘ধোনি’ লেখা হয়েছে। আর সবশেষে লেখা হয়েছে ‘নাচো তো দেখি’। ফেসবুক পেজে এই পোস্টার শেয়ারের পর শেয়ার হয়ে গিয়েছে।
১১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে