বুধবার, ১১ মে, ২০১৬, ১১:৩১:১১

ফের শীর্ষে মুস্তাফিজের হায়দরাবাদ

ফের শীর্ষে মুস্তাফিজের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ৪০তম ও ম্যাচে ধোনির পুনেকে মাত্র ৪ রানে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল মুস্তাফিজের হায়দরাবাদ।এর আগে নিজেদের নবম ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্রথম স্থান দখল করে ওর্য়ানার বাহিনী।একই দিনে পরের ম্যাচে কলকাতাকে হারিয়ে শীর্ষ স্থান নেয় রায়নার গুজরাট।নিজেদের দশম ম্যাচে পুনে সুপারজায়ান্টসের শ্বাসরুদ্ধকর জয় পায় মুস্তাফিজরা।

পুনের আসল লক্ষ্য ছিল মুস্তাফিজকে দমন করা। দলের কোচ স্টিফেন ফ্লেমিং ম্যাচের আগেই বলেছিলেন তারা মুস্তাফিজকে খেলার কৌশল অবলম্বন করে ফেলেছেন। তার দিকেই সকল মনযোগ দিয়ে খেলেছেন তারা। মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও চমৎকার ইকোনমি বোলিং করেছেন। তার ইকোনমি বোলিংয়ে গুজরাট জয় পায় ৪ রানে।

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেন ১৩৭ রান। জবাবে সহজ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও পুনের ইনিংস ১৩৩ রানেই থেমে যায়।

হায়দ্রাবাদের ওপেনার দলপতি ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১১ রান করেই পথ ধরেন প্যাভিলিয়নের। এরপর শেখর ধাওয়ান ও কেন উইলয়ামসন জুটি গড়েন। তাদের জুটি থেকে দলে রান আসে ৪৬। ধাওয়ান ২৭ বলে ৩৩ রান করে বিদায় নিলে উইলিয়ামসন সঙ্গে জুটি গড়েন যুবরাজ সিংয়ের সঙ্গে। দলীয় স্কোর ৯৬ রানে যুবরাজও ব্যক্তিগত ২৩ রানে সাজঘরে ফিরেন। আর উইলিয়ামসন ৩৭ বলে ৩২ রান করেন।

এদিন পুনের হয়ে খেলা অস্ট্রেলিয়ার তরুণ বোলার অ্যাডাম জাম্পা দুরন্ত পারফরম্যান্স করেছেন। তিনি একাই মাত্র ১৯ রান খরচে তুলে নিয়েছেন ৬টি উইকেট। ফলে ম্যাচ সেরার পুরস্কারটিও তিনিই পেয়েছেন। আর ১টি করে উইকেট নিয়েছেন আরপি সিং এবং রবিচন্দ্রন অশ্বিন।

১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে