বুধবার, ১১ মে, ২০১৬, ১১:৫৫:৩৯

মেধাবী মুস্তাফিজকে থামিয়ে না রাখতে বিসিবিকে অনুরোধ সালাউদ্দিনের

মেধাবী মুস্তাফিজকে থামিয়ে না রাখতে বিসিবিকে অনুরোধ সালাউদ্দিনের

স্পোর্টস ডেস্ক: অফ কাটার আর স্লোয়ারের মিশ্রণে বিশ্ব ক্রিকেট পাড়ায় আলোচিত এক নাম মুস্তাফিজুর রহমান। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বোলার বাংলাদেশি এই যুবক। আন্তর্জাতিক ক্রিকেট জয় করে এখন আলো ছড়াচ্ছেন আইপিএলে।   

ক্রিকেটে দারুণ পারফর্মের কারণে বিশ্বের হাই-ভোল্টেজ ঘরোয়া আসর গুলো রশি টানা টানি লেগেছে বাংলাদেশি এই যুবককে নিয়ে। বিপিএল ও আইপিএলের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট লিগেও দল পেয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে পিএসএলে খেলা হয়নি তার। এরপর ইংলিশ কাউন্ডি ক্লাব সাসেক্সে নাম লিখিয়েছেন মুস্তাফিজ। দিন দুয়েক আগে অস্ট্রেলিয়ার মিডিয়ার খবর, বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফ্রাঞ্জাইজিরাও কাটার মাস্টারের পেছনে লেগেছে। এভাবে একের পর এক সুসংবাদ আসছে ২০ বছর বয়সী এই তারকার।

কিন্তু চারদিকে শোনা যাচ্ছে জনপ্রিয় এই কাটার মাস্টার নাকি কাউন্টি মৌসুমে অংশ নেবেন না। কেন এটা করতে হবে? যুক্তি- সব লিগে খেলতে গেলে মুস্তাফিজের শরীরের ওপর দিয়ে বড়সড় ধকল যাবে, যা তাকে ঠেলে দিতে পারে মারাত্মক ইনজুরিতে। তবে এই কথার সঙ্গে একমত নন মুস্তাফিজের ঘরোয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, বিদেশি লিগ খেলতে বিস্ময় বালক মুস্তাফিজকে থামানো ঠিক হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি)।

সালাউদ্দিন বলেন, ‘বিদেশি লিগে খেলতে পারাটা মুস্তাফিজের জন্য শেখার বড় একটি ক্ষেত্র। সত্যি কথা বলতে সে একজন মেধাবী বোলার। তবে আরো ভালো করতে হলে তার বোলিংয়ে বেশ কিছু বিশেষত্ব নিয়ে আসত হবে। আর সেটা অর্জন করতেই বড় লিগে খেলতে যেতে হবে মুস্তাফিজকে।’
১১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে