বুধবার, ১১ মে, ২০১৬, ১২:৪২:১২

এই মুস্তাফিজকে কাউন্টি খেলতে দিতে বিসিবির সমস্যা কোথায়?

এই মুস্তাফিজকে কাউন্টি খেলতে দিতে বিসিবির সমস্যা কোথায়?

হাবিবুর রহমান ইরান, ঢাকা :  আইপিএল শেষে মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ায় কাউন্টি খেলতে যাবেন কি যাবেন না এই নিয়ে সৃষ্টি হয়েছে ধাঁধার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন সম্প্রতি।

পাপন যেসব কথা বলেছেন তা মানতে পারলেন না দেশীয় কোচ সালাহউদ্দিন। সাকিব আল হাসানের গুরু তিনি। দেশীয় ক্রিকেটের বড় কোচ সালাউদ্দিন। আইপিএলের পরে মুস্তাফিজ কাউন্টি খেললে সেটা দেশের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।

পাপন বলেছেন, মুস্তাফিজ এত পরিশ্রম কিভাবে করবে। ওকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে। ইনজুরিতে পড়লে বড় ক্ষতি হবে আমাদের। সালাহউদ্দিন এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইনজুরি খেলার একটি অংশ।

বিদেশি লিগে যত খেলবে মুস্তাফিজ তত অভিজ্ঞ হবে। বিদেশি কোন ক্রিকেটার কেমন খেলে সেটা সম্পর্কে একটি ধারনা হবে মুস্তাফিজের। দুই জনের কথাই বেশ অর্থবহ।

দাঁড়িপাল্লার বিচারে কারও কথাকে ছোট করে দেখা যায় না। তবে আমার বক্তব্য হলো এ ক্ষেত্রে মুস্তাফিজের নিজস্ব মতামতকে প্রাধান্য দেয়া উচিত। জোর করে কোনো কিছু আদায় করা যায় না।

মুস্তাফিজ একজন মানুষ। তার নিজের পছন্দ ও অপছন্দ থাকতে পারে। জাতীয় দলের একজন ক্রিকেটারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় মোটেই। সুস্থতা সব সময় কাম্য।

শারীরিকভাবে কিভাবে সব সময় ভালো থাকা যায় সেই চেষ্টাটাই করতে হবে মুস্তাফিজকে। বিসিবির বড়াতে হবে তদারকি। মুস্তাফিজ যেই হোক না কেন অতি দুর্বলতা ঠিক নয়।

ক্রিকেটারদের স্বাভাবিকভাবে দেখার যে বায়োমিটার  রয়েছে মুস্তাফিজের ক্ষেত্রে সে বিষয়টিও প্রযোগ্য। অতি আদরের জামাই বানালে সমস্যা। তাকে স্বাভাবিক একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই দেখতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ থাকলে মোটেই বিদেশি লিগে খেলতে দেয়া ঠিক হবে না কোনো ক্রিকেটারকে। বিসিবির সিরিজের বাইরে সময় থাকলে অনুশীনের বিষয়টি মাথায় রেখেই অনুমতি দেয়া যেতে পারে।

মুস্তাফিজ শারীরিকভাবে সুস্থ থাকলে, চিকিৎসকরা ইতিবাচক রিপোর্ট দিলে অন্যদিকে বিসিবির সিরিজ না থাকলে তার বিদেশি লিগে খেলতে সমস্যা কোথায়? মুস্তাফিজ যদি সঠিক সময়ে বিদেশি লিগে খেলেন তবে তিনি আরও ধারালো হবেন।

কেননা মুস্তাফিজ ওয়ার্নারসহ অনেক বিদেশি ক্রিকেটারদের মন এরই মধ্যে জয় করেছেন। ওয়ার্নার বাংলাদেশের সমালোচক ছিলেন। দেশের ক্রিকেটের সমালোনা করেছেন তিনি।

এই বাংলাদেশ থেকে একটি ছেলে বের হয়েছে। তার নাম মুস্তাফিজ। অনেক মোড়লই ছিলেন যারা বাংলাদেশের ক্রিকেটের সমালোচনা করেছেন। বিদেশি লিগে খেলার মধ্যে দিয়ে অনেকেরই মন জয় করতে পেরেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজ এভাবে প্রশংসা পেলে আরও বাড়বে বাংলাদেশের সন্মান। সেটা দেশের কাজে আসবে। দেশের প্রয়োজন ও অপয়োজনের মিশ্রণ ঘটিয়ে মুস্তাফিজের মতামতের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  (লেখক-সাংবাদিক ও ক্রীড়া বিশেষজ্ঞ)
১১ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে