বুধবার, ১১ মে, ২০১৬, ০৩:০৫:৫২

ক্রিকইনফোর ‘মোস্ট ওয়ান্টেডে’ বাংলাদেশের মুস্তাফিজ

ক্রিকইনফোর ‘মোস্ট ওয়ান্টেডে’ বাংলাদেশের মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: মাত্র ২০ বছর বয়সে ক্রিকেট বিশ্বে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের অফ কাটার পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট জয় করে বর্তমানে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। সেখানে তার দুর্দান্ত বোলিংয়ের সুবাধে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এমনকি বাংলাদেশি এই যুবককে নিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশেও চলছে রশি টানাটানি।

আইপিএল, বিগব্যাশ ছাড়া এবার আসি অন্য প্রসঙ্গে। সেটি হলো গত তিন দিনে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’য় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজকে।

আইপিএলে ১০টি ম্যাচ এখন পর্যন্ত মুস্তাফিজের সংগ্রহ ১৩টি উইকেট। তবে দুটি ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি তিনি। তবে বল হাতে বেশ কিপটে ভুমিকায় দেখা গেছে তাকে। তার সুবাধে পুরো বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীও ক্রিকইনফোতে মুস্তাফিজের ব্যক্তিগত পেজটিতে ঢুঁ মারছেন তাঁর অসাধারণ পরিসংখ্যানগুলো দেখতে। গত তিন দিনে মুস্তাফিজকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলে জানানো হয়েছে ক্রিকইনফোর তরফ থেকে।

ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেড তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক, ক্রিস জর্ডান, ভারতের যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য গুজরাট লায়নসের শিভিল কৌশিকও নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। সম্প্রতি পাকিস্তানের কোচের দায়িত্ব গ্রহণ করা মিকি আর্থারও জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেডের তালিকায়।
১১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে