বুধবার, ১১ মে, ২০১৬, ০৩:৩৩:৪৮

শিখ সেজে ভারতীয়দের তোপের মুখে ধারাভাষ্যকার

শিখ সেজে ভারতীয়দের তোপের মুখে ধারাভাষ্যকার

স্পোর্টস ডেস্ক: ড্যানি মরসন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। ব্যাট-প্যাড তুলে রাখলেও ক্রিকেটে এখনো নিজেকে বেঁধে রেখেছেন। সেই ১৯৯৭ সালে টেস্ট ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার বনে যান তিনি। বর্তমানে আইপিএলে সনি টিভির হয়ে কাজ করছেন ৫০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

তবে আইপিএলে ধারাভাষ্যকারের কাজ করতে এসে শিখ সেজে ভারতীয়দের তোপের মুখে পড়তে হয়েছে কিউই লিজেন্টকে।  তার শিখ সাজার বিষয়টি ভালো ভাবে নেই মোহালির বাসিন্দারা।

ভারতীয়দের নাখোশ হওয়ার বিষয়টি কানে গেছে মরিসনেরও। টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘প্রিয় ক্রীড়ামোদীরা, বিশেষ করে যুক্তরাজ্য/দক্ষিণ আফ্রিকা/নিউ জিল্যান্ড...সনি টিভি আমাকে এই পোশাক পরতে বলেছিল! বসদের কারণেই এটা করেছি।’

মরিসন অবশ্য নিউ জিল্যান্ড, এবং ভারতীয় অনেককে পাশে পাচ্ছেন।

‘আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয় না এটা আক্রমণাত্মক।’ মরিসনের ওই পোশাক পরার ব্যাপারটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ‘এনজেডআইসিএ’র সভাপতি ভিকু ভানা। ‘যখন আপনি ড্যানি মরিসনকে দেখবেন মনে হবে ক্রিকেটের একান্ত ভক্ত। মোহালির সব লোকের কাছে তিনি গ্রহণযোগ্য। সব মিলিয়ে তার ওই আচরণ আমার কাছে কোনোদিক থেকে আক্রমণাত্মক মনে হয়নি।’
১১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে