বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৯:৫৩:১৪

মিরপুর স্টেডিয়ামে তামিমদের কাঁন্না, কাণ্ড ঘটালেন এক তরুণ বোলার

মিরপুর স্টেডিয়ামে তামিমদের কাঁন্না, কাণ্ড ঘটালেন এক তরুণ বোলার

স্পোর্টস ডেস্ক : রাজধানীর মিরপুর স্টেডিয়ামে নেমে এসেছে চিত্র-বিচিত্র। স্টেডিয়ামেই তামিমদের কাঁন্না!। এক তরুণ বোলারের দাপট। প্যাবিলিয়নের অবস্থাও নেই স্বাভাবিক। কাণ্ড ঘটালেন এক তরুণ বোলার।

মিরপুরের শেরে বাংলা এ কে ফজলুল হক স্টেডিয়াম তথা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনি ও মোহামেডান। এই দুই দলের রয়েছে পুরনো ঐতিয্য। দুই দলের লড়াইটা যে কতটা জমে ওঠে সেটা দেখা গেল খেলার মাঠে।

জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবালও খৈ হারিয়ে ফেলেন লড়াইয়ের তোপে। মাত্র ৪টি রান করে বিদায় নিয়েছেন তিনি। বোলিং সেসনে মূল ধামাকাটা দেখান এক তরুণ বোলার।

তার নাম হাবিবুর রহমান। তামিমের আউট হওয়ার পর লিটন দাস ও অমিত মিশ্রকে ফেরান তিনি। স্টেডিয়ামে নেমে আসে আবাহনির ব্যাটিং কাঁন্না। ১৫ রানে ৩টি মূল্যবান উইকেট হারিয়ে ধুঁকছে তামিম ইকবালের দল।

দিনটি তো বৃহস্পতিবার। মুশফিকের নেতৃত্বাধীন মোহামেডান চমক দেখান এ দিনের শুরুতেই। এই চমক কোথায় গিয়ে শেষ হয় সেটা জানতে দিনভর এই ম্যাচটির দিকে দৃষ্টি রাখবে দেশের কোটি কোটি মানুষ।
১২ মে ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে