বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১০:৫৬:২২

আজই শেষ চারের টিকিট নিশ্চিত হতে পারে মুস্তাফিজদের

আজই শেষ চারের টিকিট নিশ্চিত হতে পারে মুস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফাইং রাউন্ড (শেষ চার) হয়তো আজই নিশ্চিত করতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। তবে শর্ত একটাই নিজেদের মাঠে আজ জহির খানের দল দিল্লি ডেয়ারডেভিলসকে অবশ্যই হারাতে হবে সানরাইজার্সকে।

ভারতীয় দৈনিক আনন্দ বাজার পত্রিকার মতে, ‘আইপিএল দৌড়ে হায়দরাবাদ, গুজরাট আর কলকাতাকে মনে হচ্ছে লিফটের ভেতরে মাথা ঢুকিয়েছে। দিল্লি আর মুম্বাই কিন্তু দেখতে পারে ওদের সামনে লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মনে করুন সেই দিনগুলোর কথা, যেখানে আপনি চলন্ত বাসের লোহার রডটা ধরতে পেরেও সেটায় চড়তে পারলেন না। মুম্বই-দিল্লির কাছে পরিস্থিতিটা অনেকটা সেই রকম।’

এদিকে জহির খানের দিল্লি ভুগতে পারেন ইনজুরি সমস্যার কারণে । তবে সানরাইজার্সের মত দিল্লির বোলিংও বেশ শক্তিশালি। জহির খান, মোহাম্মদ শামি আর ক্রিস মরিসের সঙ্গে রয়েছেন কাউল্টার-নাইল রয়েছে রিজার্ভ বেঞ্চে। অমিত মিশ্র আর ইমরান তাহিরেই ওদের টিমের স্পিন-কার্ড ফুরনোর নয়- নাদিম আর দুমিনি ভাল ফলোআপ আছে সঙ্গে। সাতের নীচে ওভার পিছু রান- এই স্পিন বিভাগের ইকনমি অনবদ্য।

আর অন্যদিকে সানরাইজার্সের রয়েছে মুস্তাফিজুর রহমান  ও সঙ্গে আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রানের মতো বোলাররা।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে