বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১১:৫৯:০৪

চার মৌসুম পর তামিমের দলে শাহাদাত

চার মৌসুম পর তামিমের দলে শাহাদাত

স্পোর্টস ডেস্ক:  শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ে বেশ কিছুদিন  ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব। ক্ষতিপূরণ ও জাতির কাছে অন্যায়ের ক্ষমা চেয়ে অবশেষে গতকাল (মঙ্গলবার) ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন তিনি। দেশের হাই-ভোল্টেজ ঘরোয়া টুর্নামেন্টটিতে আবাহনীর হয়ে খেলবেন তিনি।

নিষিদ্ধ থাকাবস্থায় আবাহনী, মোহামেডানের নেটে নিয়মিত বোলিং করেছেন শাহাদাত। তখন কথা উঠেছিল নিষেধাজ্ঞা উঠে গেলে মোহামেডানে যোগ দেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডান নয়, আবাহনীতেই সুযোগ মেলল শাহাদাতের।

আর এ নিয়ে চার মৌসুম পর ঢাকা ডিভিশন লিগে আবাহনীতে যোগ দিলেন শাহাদাত। এর আগে সাকিব আল হাসানের সঙ্গে ২০০৮-০৯ ও মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ২০০৯-১০ মৌসুমে টানা দুই বছর আবাহনীতে খেলেছিলেন ডানহাতি এ পেসার। দুই মৌসুমে উইকেট নিয়েছেন যথাক্রমে ১ ও ১২টি। এরপর পরের চার মৌসুম কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন শাহাদাত।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে