স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ক্রিকেট লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছিল ভারতের অনেক তারকা ক্রিকেটাররাই ডাক পাচ্ছেন এই লড়াইয়ে।
এ বিষয়টি অবহিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে জাতীয় দলের ১০ জন মারকুটে ব্যাটসম্যানকেই ভারতের বিরুদ্ধে দলে নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দুই দেশের এ দলেরর লড়াইয়ের জন্য শক্তিশালী দল সাজাচ্ছেন দেশের নির্বাচকরা। জানা যায়, এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও জোবায়ের হোসেন লিখনকে নাকি পাঠানো হচ্ছে এই সফরে।
অন্যদের মধ্যে শাহরিয়ার নাফিজ, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, সাকলাইন সজীব ও নাঈম ইসলামকেও বিবেচনায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের প্রথম এক দিনের ম্যাচ। এই সফরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ৩ টি একদিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর