বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০২:৫৬:৪০

ব্যাকফুটে নাইটরা, রাসেলের পরিবর্তে কে?

ব্যাকফুটে নাইটরা, রাসেলের পরিবর্তে কে?

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরুর কাছে হারটাই বদলে দিয়েছে ছবিটা। বাকি দুটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত। একটা হারলেই পড়তে হবে জটিল অঙ্কের সামনে। এই অবস্থায় আজ কানপুরের গ্রিনপার্কে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে নামছে নাইট রাইডার্স। সুরেশ রায়নাদের হারিয়ে শেষ ম্যাচের আগে চাপ কিছুটা কমাতে চান গৌতম গাম্ভীররা।

১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। গুজরাত লায়ন্সেরও ১৪ পয়েন্ট। যারাই জিতবে, প্লে অফের দিকে একধাপ এগিয়ে যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলসও লড়াইয়ে রয়েছে। লায়ন্সের বিরুদ্ধে না জিতলে ভয়ঙ্কর চাপে পড়ে যাবে নাইটরা। সেক্ষেত্রে শেষ ম্যাচে দুরন্ত ফর্মে থাকা সানরাইজ়ার্সের বিরুদ্ধে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে নেট রানরেটের দিকেও। সব দিক ভেবেই মরিয়া নাইট শিবির।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাসেলকে হারিয়ে বেশ ব্যাকফুটে নাইটরা। গ্রিনপার্কের উইকেটে ঘাস রয়েছে। রাসেল গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারতেন। তার পরিবর্তে জেসন হোল্ডারকে খেলানোর ভাবনা নাইট শিবিরের। হোল্ডার বলছিলেন, ‘ফর্মে থাকা রাসেলের খেলতে না পারাটা আমাদের কাছে বড় ধাক্কা। তবে যেই খেলুক, আশা করছি অভাব পুষিয়ে দেবে।’
১৯ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে