শুক্রবার, ২০ মে, ২০১৬, ১২:০৯:৩৯

ধোনির উওরসূরী হতে যাচ্ছেন আজিঙ্কা রাহানে!

ধোনির উওরসূরী হতে যাচ্ছেন আজিঙ্কা রাহানে!

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সময়টা খুব ভাল যাচ্ছে না।আইপিএলের নবম আসরে তার দল পুনে সুপাজান্টস রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। প্রশ্ন উঠছে তার অধিনায়কত্ব নিয়েও। তবে এবার কি ভারতীয় দলের অধিনায়কের পদটি হারাতে হবে ধোনিকে। এমটিই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহল থেকে। তবে ধোনি ভক্তদের জন্য সুখবর হচ্ছে শুধু আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্যই রাহানেকে অধিনায়ক করা হবে। টানা ক্রিকেটর মধ্যে থাকার কারনে ধোনিকে বিশ্রাম দিতেই নাকি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।  

এই সিরিজে যে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্রাম পাবেন সেটা আগেই জানা ছিল। তাই ধোনিকে বিশ্রামে দিলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে রাহানে।বিসিসিআইয়ের এক ঘনিষ্ট সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ধোনির জন্য একটু আলাদা করেই ভাবছে সংস্থাটি। আগামী্ বছরের মার্চ অবধি ভারত খেলবে কেবল ১৭ টেস্ট। ফলে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকলে বড় একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে ধোনিকে।তাই সিদ্ধান্তটা ধোনির উপর ছেড়ে দিয়েছে বোর্ড। ধোনি যদি গ্রিন সিগনাল না দেয় তাহলে রাহানেই হবে ভারতের অধিনায়ক।

জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দলে বেশ কয়েকজন নবীন-প্রবীন ক্রিকেটার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।  জানা গেছে লেগ স্পিনার মুরুগান অশ্বিন, অলরাউন্ডার ক্রুনাল পান্ডেকে দেখা যেতে পারে। আবার অমিত মিশ্র, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান, গৌতম গম্ভীরের মত পুরনোরা সুযোগ পেতে পারেন বলে বিসিসিআই সুত্রে জানা যায়।
২০ মে ২০১৬/এমটি নিউজ২৪/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে